১৩ অক্টো, ২০১৩

জন্মের ঋণ

হাসিনা নাসরিন হাসি

আমি ঋণী হয়েই থাকব চিরকার
অযুত নিযুত বছর বেঁচে থাকলেও
আমার জন্মের ঋণ আমি
শোধ দিতে পারবনা কখনো।
প্রতিদিন সূর্যোদয়ের
ছুঁই ছুঁই লাল আভা
সুশোভিত পল্লবিত সবুজ প্রান্তর,
এই নদী

ধুধু বালুচর
দীগন্ত ছোঁয়া নীল আকাশ
আমার অভিলাষী মনকে
কবি বানাতে চায় প্রতিনিয়ত।
আমার হৃদয়ের যতসব পংক্তিমালা
কবিতা ও গদ্যের বিস্তারে
সে শুধু তোমার-ই জন্য “স্বদেশ”।
প্রকৃতির রূপ ঐশ্বর্য্যে
পৃথিবীর মানচিত্রে তুমি অনন্যা।
এদেশে জন্মে আমি সত্যিই ধণ্য।
তাই কেবলি ভাবি,
আমার এই জন্মের ঋণ
আমি শোধ দিব কি করে?