মোস্তফা মনজু
মাছকন্যারা খেলে ভাসে আপন মনে জলের তলেঅ্যাকুরিয়ামের এপাশে ওপাশে শুধুই যে ছোটাছুটি
কাঁচের দেয়াল ভেদ করে আসতে চায়, পারে না
মাছকন্যারা খেলে অবিরত লেজ নাড়িয়ে নাড়িয়ে
চোখ বাড়াতেই ছলাত ছলাত করে ছুটে মুহূর্তেই
আহা মাছকন্যা, জল ও মন যেন নাড়ায় সমানে
শ্বাস নেয় না খুব। শুধুই জলে জলে ঘোরাঘুরি