৮ অক্টো, ২০১৩

মাছকন্যা, আমি এবং অ্যাকুরিয়াম

মোস্তফা মনজু

মাছকন্যারা খেলে ভাসে আপন মনে জলের তলে
অ্যাকুরিয়ামের এপাশে ওপাশে শুধুই যে ছোটাছুটি
কাঁচের দেয়াল ভেদ করে আসতে চায়, পারে না
মাছকন্যারা খেলে অবিরত লেজ নাড়িয়ে নাড়িয়ে
চোখ বাড়াতেই ছলাত ছলাত করে ছুটে মুহূর্তেই
আহা মাছকন্যা, জল ও মন যেন নাড়ায় সমানে
শ্বাস নেয় না খুব। শুধুই জলে জলে ঘোরাঘুরি

ওহ, জলের তলের মাছকন্যারা মরে না সহজে।
ইচ্ছে করে অ্যাকুরিয়ামের জলে ডুব দেই এখনি
মাছকন্যাদের সাথী হয়ে সেখানেই থেকে যাই
জলের তলে শ্বাস কম নিয়ে অনেক দিন বাঁচি
নুড়ি জল তন্ন তন্ন করে খুঁজি মাছকন্যাকে
মাছকন্যা, অ্যাকুরিয়াম এবং আমি এত ঘনিষ্ঠ
ত্রিভুজপ্রেম বা যাই কিছু থাক না কেন এই জলে
যে যাই বলুক না কেন মাছকন্যার ছলকানি দেখে
আমাকে কি কিছুদিন অ্যাকুরিয়ামে রাখা যায় না?
মাছকন্যার কানে কানে কিছু কথা বলার ছিল।
মাছকন্যার জন্য অল্প কিছু কাজ যে পড়ে আছে
আমাকে কিছুদিন অ্যাকুরিয়ামে রাখা যায় না?