১৪ অক্টো, ২০১৩

“রূপান্তর” শিক্ষাবৃত্তি ও গণিত উৎসব-২০১৩

সেরাদের সেরা হও জিতে নাও কম্পিউটার-
এই প্রতিযোগিতা  শুধুমাত্র জামালপুর জেলার ৩য় থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য।

১৩ অক্টো, ২০১৩

জন্মের ঋণ

হাসিনা নাসরিন হাসি

আমি ঋণী হয়েই থাকব চিরকার
অযুত নিযুত বছর বেঁচে থাকলেও
আমার জন্মের ঋণ আমি
শোধ দিতে পারবনা কখনো।
প্রতিদিন সূর্যোদয়ের
ছুঁই ছুঁই লাল আভা
সুশোভিত পল্লবিত সবুজ প্রান্তর,
এই নদী

৮ অক্টো, ২০১৩

মাছকন্যা, আমি এবং অ্যাকুরিয়াম

মোস্তফা মনজু

মাছকন্যারা খেলে ভাসে আপন মনে জলের তলে
অ্যাকুরিয়ামের এপাশে ওপাশে শুধুই যে ছোটাছুটি
কাঁচের দেয়াল ভেদ করে আসতে চায়, পারে না
মাছকন্যারা খেলে অবিরত লেজ নাড়িয়ে নাড়িয়ে
চোখ বাড়াতেই ছলাত ছলাত করে ছুটে মুহূর্তেই
আহা মাছকন্যা, জল ও মন যেন নাড়ায় সমানে
শ্বাস নেয় না খুব। শুধুই জলে জলে ঘোরাঘুরি